খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামীকাল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিবস পালন করা হবে ওই বিশ্ববিদ্যায়ের এম এ আনসারিয়া অডিটোরিয়াম হলে । ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জামিয়া মিলিয়া উনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর নাজমা আখতার ।সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে আছেন জামিয়া টিচার্স এসোসিয়েশন । গত দুই বছরে এই উনিভার্সিটিত থেকে যে সব শিক্ষক রিটায়ার করেছেন তাদের সম্বর্ধিত করা হবে এদের সংখ্যায় প্রায় ৩৯ জন বলে জানালেন ওই সংগঠনের সম্পাদক প্রফেসর মজিদ জামিল ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...