খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বীরপাড়ায় ব্যবসায়ীদের আর্থিক সংকট চলছে। দীর্ঘদিন লকডাউনের পর দোকান বাজার খুলতে শুরু করেছে। কিন্তু অনেক কাপড় ব্যবসায়ী মালপত্র তোলার সাহস পাচ্ছেন না। অনেকের পুঁজি ও নেই। ধার করে মাল কিনলেও তা বিক্রি হবে কি না বা করোনা কি আকার নেবে তা নিয়েই সবাই চিন্তিত। পূজা কমিটিগুলি বলছে এবারে বাজেট কমাতে হবে। ব্যবসার হাল খারাপ থাকায় ব্যবসায়ীরাও আগের বছরগুলির মতো চাঁদা দিতে পারবে না। ফলে চাঁদা কম উঠবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...