মঙ্গলবার রাতে বৃষ্টি কমলেও বুধবার শিলিগুড়িতে একাধিক ওয়ার্ডে জল জমেছিল। নিকাশি ব্যবস্থা ভাল না হওয়ায় কোথাও হাঁটু হল জমেছে আবার কোথাও ঘরের ভেতর জল ঢুকে গেছে। সামনে বর্ষা আসছে। এতে গোটা শিলিগুড়ির অবস্থা কি হবে তা সহজেই অনুমেয়। জল জমা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে চাপান উতর চলেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...