দু গোলে এগিয়ে থেকেও জিততে পারলো না বেঙ্গালুরু গোয়ার বিরুদ্ধে। ২৭ মিনিটে বেঙ্গালুরু এগিয়ে যায়। খাবরার লম্বা থ্রো থেকে হেড করে গোল করেন ক্লেটন সিলভা। আবার তিনি বল সাজিয়ে দিয়েছিলেন ৪৩ মিনিটে সুনীল ছেত্রীকে। কিন্তু সুনীল সেই সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে আবার গোল করে বেঙ্গালুরুর ফার্নান্দেস। মরিয়া গোয়া কোচ এরপর ব্রেন্ডনকে নামাতেই খেলা ঘুরে যায় এবং ৪ মিনিটের ব্যবধানে দু গোল করেন গোয়ার ইগর এবং খেলায় সমতা ফিরিয়ে আনেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...