কলকাতা হাইকোর্টের এক ডিভিশন এক রায়ে জানিয়েছেন যে দীর্ঘ করোনাকালে স্কুল ফি তে ২০% যে ছাড়
দেয়া হয়েছিল তা শেষ হবে ফেব্রুয়ারী ২০২২।আগামী মার্চ ২০২২ থেকে প্রাক অতিমারী পর্বের মতোই রাজ্যের বেসরকারি স্কুলে স্কুল অথবাবেতন দিতে হবে অভিভাবকদের ।আদালত জানান সামগ্রী পরিস্থিতি বিচার করেই নতুন নির্দেশ ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...