খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মিল্লি আল আমিন কলেজের ভার প্রাপ্ত্য অধ্যক্ষর পদ থেকে অপসারিত হলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য চলতি মাসের শুরুতেই তিনি এই পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন এবং সেই মতন রাজ্যের শিক্ষা মন্ত্রী কাছে ই মেল্ মারফত ইস্তফা পাঠিয়ে দেন তিনি । যদিও শিক্ষা মন্ত্রীর দফতর থেকে তা গ্রহণ করার কোনো প্রাপ্তি স্বীকার করা হয়নি । জানা গিয়েছে মঙ্গলবার ওই কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ এবং ডিডি ও` পদে নতুন নিয়োগ করা হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...