ব্রহ্মপুত্র নদের উপর চিন বড় বাঁধ দিচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানা গেছে।জলবিদ্যুৎ বানাতে তারা জলাধার তৈরী করবে। কিন্তু এতে ভারতের অনেক ক্ষতি ও সমস্যা হতে পারে। জলসঙ্কট ছাড়াও খরা ও বন্যা দেখা দিতে পারে বিশাল অঞ্চল জুড়ে। তাই অরুণাচলে বাঁধ দেওয়া এখন সময়ের অপেক্ষা। লাদাখ সীমান্ত নিয়ে দু দেশের সম্পর্ক এখন খুব খারাপ। এ অবস্থায় বাঁধ দেওয়া নিয়ে জল কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...