খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :তিস্তা ক্যানেল ভরা বর্ষাতেও শুকনো চাষিরা সেচের জল পাচ্ছেন না। দেবনগর এলাকায় ৬০০ একর জমি এই ক্যানেলের জল দ্বারা চাষ করা যায়। এই এলাকার ৮০% লোকই চাষের উপর নির্ভরশীল ক্যানেলে এখন আগাছা, মদের বোতলে ভর্তি এবং ক্যানালের দেয়ালে ঘুঁটে শুকোচ্ছে। ক্যানেল বহুদিন সংস্কার হয় না। বার বার আবেদনেও সাড়া পাওয়া যায় নি । তিস্তা সেচ প্রকল্পের এক কর্তা জানান তারা বোরো মরশুমে সেচের জল সরবরাহ করেন। সারা বছর জল দেবার মত পারিকাঠামো নেই।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...