খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কয়েক মাস ধরে দেখাশোনার অভাবে বনবস্তির ফেন্সিংগুলি ভেঙে পড়েছে। এখন ধান চাষ প্রায় শেষ। ফলনে আর দেরি নেই। এরপর জমিগুলি সব ধানে ভর্তি থাকবে। এর মধ্যে হাতির হামলা নিয়ে এলাকাবাসী আতঙ্কে ভুগছেন।তারা বলেন ফেন্সিংগুলি শীঘ্র মেরামত নাহলে ফসল ঘরে তোলা যাবে না। প্রশাসন জানাচ্ছে ফেন্সিং মেরামতের জন্য যে টাকার প্রয়োজন তা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...