রান্নাঘর থেকে ভাত খেয়ে নিল হাতির দল। ভয়ে পরিবারের লোকেরা জানালা দিয়ে পালিয়ে নিজেদের জীবন রক্ষা করেন। সোমবার রাতে ঘটনাটি ঘটে ভারত নেপাল সীমান্তে মদনজোত এলাকায়। মাঠের ধান কাটা হয়ে গেছে। ফলে হাতির দল সবজিখেতে ও মানুষের বাড়িতে খাবারের খোঁজে হানা দিচ্ছে। বনে খাবারের টান পড়ায় হাতিরা লোকালয়ে চলেছে বলে অনেকের ধারণা। রেঞ্জার জানান রাতের অন্ধকারে হাতি তাড়াতে সমস্যা হচ্ছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...