খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৮১৪ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘরটি প্রতিষ্ঠা করে । জাদুঘরের প্রতিষ্ঠাতা কিউরেটর ছিলেন ডেনমার্কের বোটানিষ্ঠ ডাক্তার নাথানিয়েল ওয়ালিছ । এই জাদুঘরে রয়েছে ছয়টি বিভাগ ১) শিল্পকলা ২) পুরাতত্ব ৩) নৃতত্ব ৪)ভূতত্ব ৫) প্রাণীতত্ব ৬) অর্থনৈতিক উদ্ভিজ । বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর এইটি ,এখন এটির পরিচালনা করেন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক । ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে এই প্রতিষ্ঠান কে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেয়া হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...