হজ কমিটি অফ ইন্ডিয়ার প্রধান আহমেদ খান আজকে জানান করোনা ভ্যাকসিনের দুটি ডোজ না নিলে কোনো মুসলিম কেই হজে যাওয়ার অনুমতি দেওয়া হবেনা ।তিনি বলেন সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক এবং সেখানকার ভারতীয় কনস্যুলেট জেনারেলের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রধান পরামর্শ দেন ,যারা আবেদন করেছেন হজে যাওয়ার জন্য তারা যত শিগ্রই প্রথম ডোজের টিকা নিয়ে নিন তাহলে যাত্রার আগে দ্বিতীয় ডোজ টি নিতে সুবিধা হবে ।।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...