খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আলু পেঁয়াজের দাম আগেই বেড়েছিল।এবার ভোজ্য তেলের দাম আগুন হওয়ায় কেন্দ্রীয় সরকার খুবই চিন্তিত। সর্ষের তেল,সয়াবিন,পাম,বনস্পতি সহ সমস্ত ভোজ্য তেল গতবছরের তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে এবং এ কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। প্রায় ৩০ হাজার টন আলু, পেঁয়াজ আমদানি করার ফলে দাম কিছুটা কমেছে। করোনার জন্য তৈলবীজ কম চাষ হওয়ায় ও তেলের কারখানা বন্ধ থাকার ফলে দাম বেড়েছে বলে জানা গেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...