মতুয়া মহাসংঘের নেতা মঞ্জলকৃষ ঠাকুর অভিযোগ করেন যে এইবারের বিধানসভাতে তাদের দাবি অনুযায়ী ৩০ টি আসনে বিজেপির প্রার্থী করার কথা ছিল মতুয়াদের ,কিন্তু তা মানা হয়নি একই অভিযোগ সোনা গেলো প্রাক্তন তৃণমূলসাংসদ মমতা বলা ঠাকুরের গলাতেও ,অন্যদিকে বনগাঁর বিজেপি সাংসদ তার বাবার ও পরিবারের দাবি কে তাদের ব্যক্তিগত বলে বলেন,তিনি বলেন শান্তিপুর সহ বেশ কয়েকটি জায়গায় মতুয়াদের প্রার্থী করা হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...