আজকে সকালে ৯৩ বছর বয়েসে মূত্রনালী ও ফুসফুসের সংক্রমণের আক্রমণে অসুস্থ্য হয়ে দিল্লির এস্কর্ট হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করলেন প্রবীণ বর্ষীয়ান কংগ্রেস নেতা ,মোতিলাল ভোরা । সোনা যাচ্ছে আজ না হলেও মঙ্গলবার মধ্যপ্রদেশে তার শেষ কৃত্য সম্পন্ন হবে । উল্লেখ্য গত অক্টোবরে করোনা আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন তিনি । ছুটি পাওয়ার পরে করোনা পরবর্তী জটিলতা তার মৃত্যুর কারণ ।শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী ,রাহুল গান্ধী এবং অন্যান্য রা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...