খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন জানান পাহাড় প্রমান জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি করতে মধ্যস্থতা পদ্ধতিতে হাটতে চলেছে কলকাতা হাইকোর্ট। তিনি বলেন দুই চব্বিশ পরগনা ও কলকাতায় এই প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়ে তিনটি জেলায় কর্মশালাও হয়েছে । বর্ত্তমানে হাইকোর্টে জমে থাকা মামলার সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ও নিম্ন আদালত গুলিতে এর সংখ্যা ২২ লক্ষ । প্রশিক্ষিত মধ্যস্থ কারীদের প্যানেল এর ম্যধ্যমেই সুষ্ঠু মীমাংসা চায় হাইকোর্ট ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...