সরকারি সূত্রের খবর সম্প্রতি বিদ্যুৎ দফতরের দায়িত্ব হাতে পেয়েই মন্ত্রী অরূপ বিশ্বাস তিনটি বিদ্যুৎ সংস্থার কর্তাদের নিয়ে বৈঠক করেন ,এবং বিদ্যুৎ ক্ষেত্রে যে সমস্থ বাস্তুকার ও অফিসারেরা তিন বছরের বেশি একই পদে রয়েছেন তাদের তালিকা খতিয়ে দেখতে বলেন ।পাশাপাশি বাস্তুকার ও অফিসার দের বদলির তালিকা ও তিনি বাতিল করেন । সম্প্রতি আমফন ঝড়ের পরে রাজ্য জুড়ে কয়েক লক্ষ্য মানুষ প্রায় ১মাসের অধিক বিদ্যুৎ হীন অবস্থায় ছিলেন ,অরূপ বাবু বলেন সেই সব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...