বহু প্রতীক্ষার পর জয়ী সেতু চালু হয়েছে। এটি রাজ্যের দীর্ঘতম সেতু জয়ী সেতুর জন্য সড়কপথে মেখলিগঞ্জ ও হলদিবাড়ীর দূরত্ব ৬০ থেকে কমে ১২ কিলোমিটার হয়েছে। এতে বহু মানুষের সুবিধা হয়েছে এবং যাতায়াতের সময় বাঁচবে। কিন্তু ঘাটের মাঝিরা রোজগার হারাবেন বলে মনে করছেন। অনেকে ঋণ নিয়ে নৌকা তৈরী করেছেন। এখন ধার কি ভাবে শোধ করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন। সোমবার সেতু খুলে যাওয়ায় সকলে আনন্দিত কিন্তু মাঝিদের মাথায় হাত।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...