খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বলিউডের শশধর মুখার্জির পরে তার বংশধরেরা এই পুজোটিকে আরো অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে । উদ্যোগটা দেবু মুখার্জি বলেন ,জায়গার সংকুলান না হওয়াতে পুজোটি জুহু থেকে ভিলে পার্লে এলাকার গোল্ডেন টোব্যাকো কোম্পানির ক্যাম্পসে স্থানান্তরিত করা হয় ।অনেক দর্শনার্থী আসেন এই পুজোটি দেখতে । মুখার্জি পরিবারের দুই অভিনেত্রী মেয়ে কাজল ও রানী মুখার্জি নিজেরা দাঁড়িয়ে থেকে অতিথিদের আদর আপ্যায়ন করেন ,এই ছাড়াও পাঁচ দিন ধরে চলে দুপুরে খাওয়া দাওয়া ও সাংকৃতিক অনুষ্ঠান ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...