গত ছয় মরশুমে মুম্বই সিটি এফ সি খুব ভালো কিছু করতে পারে নি। একবার মাত্র প্লে অফে গিয়েছিল। এবার তারা সিটি ফুটবল গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে এবং নামি দামি খেলোয়াড় নিয়ে দল গড়েছে। কোচ সার্জিও লোবেরা। তিনি একজন বুদ্ধিমান কোচ এবং আক্রমণ নির্ভর ফুটবল খেলতে ভালোবাসেন। গতবারে গোয়ার কোচ থাকার সময় গোয়া ১৮ টি ম্যাচে ২৫ টি গোল করেছিল। তবে এবারে মুম্বই দলে ডিফেন্সে একজন বিদেশী ছাড়া সবাই ভারতীয়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...