নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মুর্শিদাবাদের ডোমকল কলেজের চটুল নাচ গানের অনুষ্ঠানের ঘটনা তে ডিডি পরে গিয়েছে সারা রাজ্যের ছাত্র ছাত্রীদের মধ্যে । তারপরেই রাজ্য ছাত্র পরিষদের সভাপতি শো কজ করেন মুর্শিদাবাদের জেলা ছাত্র পরিষদের সভাপতি কে । উত্তরে জেলা সভাপতি বলেন ওটি আদো ছাত্র পরিষদের কোন অনুষ্ঠান নয় ,ছাত্র পরিষদের একটি অনুষ্ঠান একদিন আগেই হয়েছিল ,খরচ বাঁচানোর উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দারা ওই মঞ্চ ব্যবহার করে চটুল নাচ গানের ব্যবস্থা করেন এই জন্য জেলা ছাত্রপি পরিষদ দায়ী নয় ।