মেট্রো রেলের স্মার্ট কার্ড পাল্টে যাচ্ছে।এর আগে একটি ব্যাংকের লোগো ব্যবহার করে মেট্রো কর্তৃপক্ষ স্মার্ট কার্ড ছেড়েছিলেন। এবারে তারা চুক্তি করেন একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে। এবারে কার্ডের রং হবে সাদা ও হালকা সবুজ। এরকম ৬ লক্ষ স্মার্ট কার্ড তৈরী হবে। করোনার জন্য যাত্রী ভাড়া থেকে মেট্রো রেলের আয় কমে গেছে। কিন্তু বিজ্ঞাপন থেকে তারা অনেক টাকা রোজগার করছেন। এর থেকে আয় বাড়লে যাত্রীদের সুযোগ সুবিধা বাড়বে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...