খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মোদক ভারতের একপ্রকার মিষ্টি যা মহারাষ্ট্র ,গোয়া এবং কোঙ্কন অঞ্চলে জনপ্রিয়।এই মিষ্টির ভেতরের অংশ নারকেল ও গুড় দিয়ে তৈরি করা হয় আর বাইরের অংশ আটা ,ময়দা বা চালের গুঁড়া মিশিয়ে বানানো হয়। গনেশ বা গণপতি পূজার সময় মোদকের ব্যবহার করা হয়। অনেক সময় মোদক ভাজা করে বা বাষ্পে সেদ্ধ করা হয়। ভাজা বা বাষ্পে সেদ্ধ করা মোদক ঘি মাখিয়ে গরম খাওয়া হয়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...