ঘূর্ণিঝড় ইয়াস থেকে ময়দান চত্বরে অবস্থিত অস্থানী তাবু গুলোর মালি এবং অন্যান্য কর্মচারীদের রক্ষা করতে উদ্যোগী হলো সিএবি ।সাময়িক ভাবে তাদের আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করা হয়েছে ।আগামী ২৫-২৮ মে ইডেনের গ্যালাইরির দুটি ব্লকেরনিচে তাদের থাকা ও খাবার ব্যবস্থা করা হয়েছে ।এক বিবৃতি দিয়ে সিএবি জানিয়েছে এই কঠিন পরিস্থিতে সব সময় মাঠ কর্মীদের পাশে থাকতে পেরে তারা আনন্দিত ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...