খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতকে দু ভাগে ভাগ করেছে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়ে যাওয়া যমুনা নদী ফকিরপাড়া থেকে যমুনাসেতু পর্যন্ত্য নদীর পার এলাকায় প্রচন্ড ভাঙন দেখা দিয়েছে। এখানে বহু চা বাগান ও একটি ইদগাহ ভাঙনের জন্য নদী গ্রাস করেছে। একাধিকবার প্রতিকারের আশ্বাস পেলেও কাজের কাজ কিছু হয় নি। পঞ্চায়েত প্রধান বললেন সেচ দপ্তরকে বলা হয়েছে। দপ্তর ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...