হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার সকাল থেকে দুপুরের মধ্যেই ওড়িশার স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াশ ।ইতিমধ্যে জ্বলোচ্ছাস শুরু হয়েছে দিঘা সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে ,কচুবেড়িয়ার মুড়িগঙ্গার ঘাটে ফাঁটল দেখাদেওয়া তে কপিল মুনি আশ্রমের কাছে জল বাড়ছে ।পাথর প্রতিমার জি প্লটেও বাঁধ ভেঙে গিয়েছে ,এই ছাড়াও গঙ্গাসাগর রায় দীঘি এলাকাতেও সমুদ্র উত্তাল হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...