খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টের ১ নম্বর ঘরে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ১৩৪ বছর ধরে চলা অযোধ্যা মামলার মীমাংসার জন্য রায় দিলেন ১) তারা নির্মোহী আখড়ার দাবিকে খারিজ করেছেন ২) সুন্নি ওয়াক অফ বোর্ড কে ৫ একর জমি দেয়া হোক মসজিদ নির্মাণ করার জন্য ৩)বিতর্কিত জমির ভিতরের অংশ রামলালার ৪) এএসআইয়ের রিপোর্টে বলা হয় যে মন্দির ভেঙে মসজিদ হয়েছে তার কোনো নির্দিষ্ট প্রমান নেই ৫) বাবরের মসজিদ কোনো ফাঁকা জমিতে তৈরী হয়নি ৬) বিতর্কিত জমির ভিতরের অংশ ট্রাস্টের হাতেই থাকবে ৭) মসজিদের নিচের স্থাপত্য ইসলামিক ধাঁচের নয় ৮)সেই জায়গা তে আগেই নির্মাণ ছিল ,অবশেষে রামলালা কে আইনি স্বীকৃতি দিলো সুপ্রিম কোর্ট ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...