খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রবীন্দ্রনাথ তার কর্ম জীবনে ৫২ টি কাব্যগ্রন্থ ,৩৮টি নাটক, ১৩ টি উপন্যাস , ৩৬ টি প্রবন্ধ অনেকগুলি গদ্য সঙ্কলন করে গিয়েছিলেন । এই গদ্য সঙ্কলনগুলি তার জিব্বদ্বশায় অথবা মৃত্যুর ঠিক পরেই প্রকাশিত হয় । তার সর্বমোট ৯৫টি ছোট গল্প এবং ১৯১৫টি গান পর্যায়ক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে ।তার যাবতীয় প্রকাশনী গ্রন্থ আকারে ৩২ খন্ডে রবীন্দ্র রচনাবলী এই নামে প্রকাশিত হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...