রাজ্যের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো যে আগামী মার্চ মাসে কলকাতা পুরসভা তে তাদের ভোট করাতে কোনো আপত্তি নেই । সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে ভোটের প্রস্তুতির কাজ শুরু করা যাবে বলে তারা জানান । এই মুহূর্তে কলকাতা পুরসভাতে রয়েছে ৪৬৯১ টি ভোট কেন্দ্র এবং ভোটারের সংখ্যায় ৪১,৩৯,৮৩১ জন covid সুরক্ষা বিধি মেনে ভোট করাতে রাজি রাজ্যের নির্বাচন কমিশন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...