খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এইবার রাজ্যপাল তথা আচার্যের ক্ষমতা কমাতে নয়া বিধির নির্দেশিকা দিলো বিধানসভা । বিশ্ববিদ্যালয়ে গুলিকে আর নির্দেশ দিতে পারবেন না আচার্য্য । শিক্ষা দফতর কে জানিয়েই যোগাযোগ করতে হবে আচার্য্য কে । ফলে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যপাল জগদ্বীপ ধনকরের ক্ষমতা অনেকটাই খাটছাট করা হলো বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ দের ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...