পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক (সংগঠন ) অমিতাভ চক্রবর্তীর অনুমতি ছাড়া কোনো জেলা ,মন্ডল ,বিধানসভা ,শক্তিকেন্দ্র এবং বুথ স্তরে কোনো সাংগঠনিক পরিবর্তন যাবেনা বলে এক গোপন নির্দেশিকা জারি করলোরাজ্য বিজেপি ।রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত ওই নির্দেশিকা দলের জেলা সভাপতিদের দেওয়া হয়েছে গতশুক্রবার ।প্রশ্ন উঠেছে তৃণমূল ও অন্যান্য দল থেকে আশা নবাগত হাতে যাতে সংগঠনের রাশ না চলে যায় তাই ও নির্দেশিকা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...