রাজ্য বিজেপি সংগঠনে দৃঢ়তা আনতে জারি করলো নির্দেশিকা

পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক (সংগঠন ) অমিতাভ চক্রবর্তীর অনুমতি ছাড়া কোনো জেলা ,মন্ডল ,বিধানসভা ,শক্তিকেন্দ্র এবং বুথ স্তরে কোনো সাংগঠনিক পরিবর্তন যাবেনা বলে এক গোপন নির্দেশিকা জারি করলোরাজ্য বিজেপি ।রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত ওই নির্দেশিকা দলের জেলা সভাপতিদের দেওয়া হয়েছে গতশুক্রবার ।প্রশ্ন উঠেছে তৃণমূল ও অন্যান্য দল থেকে আশা নবাগত হাতে যাতে সংগঠনের রাশ না চলে যায় তাই ও নির্দেশিকা ।