পশ্চিমবঙ্গে মূলত রুই কাতলার আমদানি হয় অন্ধ্রপ্রদেশ থেকে । সেই চাহিদা ক্রমে কমে যাচ্ছে ,ভাটা আমদানি তে । এই অবস্থায় মেদিনীপুরের ময়না মডেল কেই হাতিয়ার করেছে রাজ্য সরকার মাছ চাষের জন্য ।অন্যান্য জেলার জলা জমিতেও ভেরী তৈরি করে মাছ চাষ শুরু করেছে মৎস্য দফতর ।দফতর সূত্রে জানা গিয়েছে ২০২১-২২ সালে সর্বাধিক ১৮.৪৩ লক্ষ্য মেট্রিক টন মাছ চাষ হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...