খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: প্রচন্ড গরমে অবস্থা কাহিল। এর উপর ১০ দিন টানা বিদ্যুৎ নেই। তিনটি গ্রামের বাসিন্দারা অমানুষিক কষ্টে আছেন। ফলে তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেন বাসিন্দারা যা প্রায় আড়াই ঘন্টা চলে। পরে তুফানগঞ্জ থানার পুলিশ এসে পথ অবরোধ উঠিয়ে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করে। বিদ্যুৎ বন্টন কোম্পানির আধিকারিক বলেন বিকল ট্রান্সফর্মারটি পাল্টে নতুন দেওয়া হবে এবং পরিষেবা মতো পাওয়া যাবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...