খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কথিত আছে ১৫৩৫ ক্রিস্টাব্দে মোগল সম্রাট হুমায়ুন কে চিতোরের রানী কর্ণবতি একটি রাখি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করেন ,কারণ গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিত্তর আক্রমণ করলে রানী কর্ণবতি অসহায় বোধ করেন এবং হুমায়ুন কে একটি রাখি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করেন হুমায়ুন তার ডাকে সারা দিয়ে সেনা বাহিনী পাঠিয়েছিলেন চিত্তর রক্ষা করতে সেই বাহিনী পৌঁছানোর আগেই নিজেদের সম্ভ্রম ১৫৩৫ সালের ৮ মার্চ রানী কর্ণবতী ১৩ হাজার পুর স্ত্রীকে নিয়ে জোহরব্রত পালন করে আত্মহুতি দেন । দেরিতে পৌঁছালেও হুমায়ুন বাহাদুর শাহ কে দুর্গ থেকে উৎখ্যাত করে রানী কর্ণবতীর ছেলে বিক্রম জিৎ সিংহ কে সিংহাসনে বসিয়েছিলেন ।
রাজ্য
রাজ্য সরকার শিক্ষকদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিলো
ভারতীয় ন্যায় সংহিতার ধারা তে সরকারি কাজে বাঁধা সম্পত্তি ভাঙ্গচুর ,সরকারি কর্মীদের আটকে রাখা।অনাধিকার প্রবেশ সহ বিভিন্ন ধারা তে ১৭ জন শিক্ষকের বিরুদ্ধে বিধাননগর...