ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ তে ভয় ধরানোর মত মৃত্যুর পরিসংখ্যানে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ,গত বছর নানান দেশে ১০ হাজার টন অক্সিজেন রফতানি করেছিল ভারত তাই এখন করোনা আক্রান্তের চিকিৎসা তেঅক্সিজেনের অভাব চলছে দেশ জুড়ে । রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তাদের তহবিল থেকে ৫৫ লক্ষ্য টাকা ব্যয় করে দেশের জন্য তৈরি করবে অক্সিজেন প্লান্ট । প্লান্ট দুটি গড়া হবে অযোধ্যার দশরথ মেডিকেল কলেজে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...