কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান ,শহরের কিছু রাস্তার হাল এখনো বেহাল ,গতকাল তিনি বলেন বৃষ্টির জন্য এখনো অনেক জায়গার রাস্তার কাজ বন্ধ ছিল ।তিনি আরো বলেন বেশি বৃষ্টি না হলে মহালয়ার আগেই ৪২ টি রাস্তার কাজ আমরা শেষ করবো । তিনি আরো বলেন যে ১৩ অক্টোবর আমি রাস্তা পরিদর্শনে বেরোবে সেইদিন আরো কিছু দেখতে পারবো ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...