আদিবাসী সেঙ্গেল অভিযান ও ঝাড়খন্ড দিশম পার্টি বন্ধ ডেকেছিল। রবিবার সকাল থেকে তিন জেলায় রেল রোকো ও চাক্কা জাম শুরু হয় এবং চলে বেলা ১০ টা পর্যন্ত । বিক্ষোভকারীরা বিভিন্ন স্টেশনে রেললাইনে দাঁড়িয়ে অবরোধ করেন। আটকে পড়ে দার্জিলিং মেল্, কাঞ্চনজঙ্ঘা সহ বহু ট্রেন। অনেক জায়গায় জাতীয় সড়ক অবরোধ করা হয়। অবরোধ শুরু হয় সকাল ৬ টায় ও চলে বেলা ১০ টা পর্যন্ত। আর পি এফ আলোচনা করে রেল লাইন অবরোধ মুক্ত করে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...