ইসলামপুর মহকুমা হাসপাতালে সিটি স্ক্যানের ব্যবস্থা নেই। আজও স্বাস্থ্য পরিষেবা আধুনিক করা যায় নি। এখানে পর্যাপ্ত চিকিৎসক নেই এবং সময়মত চিকিৎসক পাওয়া যায় না।জাতীয় সড়কের ওপর শহর হওয়ায় দুর্ঘটনা লেগেই আছে। সিটি স্ক্যানের ব্যবস্থা না থাকায় রোগীকে নিয়ে শিলিগুড়ি ছুটতে হয়। এতে প্রচুর সময় ও অর্থ ব্যয় হয়। পুর প্রশাসক বলেন হাসপাতালের সঙ্গে কথা বলে শীঘ্র সিটি স্ক্যানের মেশিন বসান হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...