খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ছাত্রদের সুবিধার জন্য সাংসদের তহবিল থেকে একটি বাস পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যলয়কে দেওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের গাফিলতিতে বাসটি দীর্ঘদিন খোলা আকাশের নীচে পড়ে রয়েছে। এতে বাসের যন্ত্রাংশ বিকল হওয়ার সম্ভাবনা। উপাচার্য জানান বাস ও অ্যাম্বুলেন্স রাখার জন্য একটি অস্থায়ী শেড হবে। করোনার জন্য এতদিন লোকজন না পাওয়ায় কাজ করা যায় নি। তবে সপ্তাহখানেকের মধ্যেই শেড তৈরীর কাজ শুরু হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...