লরির ধাক্কায় যুবকের মৃত্যু নিয়ে ভাংচুর হলো ঝাড়গ্রামের রাস্তা

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   পুলিশ  সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে রঞ্জন সিংহ নামক এক যুবক সাইকেলে  করে ঝাড়গ্রামের রাস্তা ধরে রোহিণীর দিকে  যাচ্ছিলেন এই সময় পিছন থেকে বালি বোঝাই একটি ডাম্পার এসে তাকে ধাক্কা মারে  ,সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার । তার বাড়ি সাঁকরাইল  ব্লকে  গড়ধরা  গ্রামে এর পরেই  তার মৃত্যুতে ক্ষোভে ফেটে  পড়েন স্থানীয় মানুজন । পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা ,এর পরে তিনটি বালি বোঝাই  লরি  ভাঙচুর  করে তাতে আগুন লাগিয়ে দেয় ।