খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আলিপুরদুয়ার শহরে শুক্রবার থেকে পুলিস পণ্যবাহী লরি চলাচল নিয়ন্ত্রনশুরু করেছে। সকাল ৯ টা থেকে বেলা ২ টো পর্যন্ত কোন পণ্যবাহী লরি শহরে ঢুকতে পারবে না। আগে নিয়ম ছিল ১০টা থেকে বেলা ১২ টা। এই নির্দ্দিষ্ট সময়ের আগে পরে পণ্যবাহী লরি প্রবেশ করতে পারবে। বালি সিমেন্টের লরি ও ওই সময় প্রবেশ করতে পারবে না । আগামীদিনে নির্দিষ্ট স্ট্যান্ড তৈরী হলে অটো বাস যাত্রী সেই জায়গায় ওঠানো নামানো করবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...