খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রবল দুর্গোয়ের মধ্যেও মহাজাতি সদনে সিপিআইয়ের রাজ্য পরিষদ আয়োজিত গুরুদাস দাসগুপ্ত আয়োজিত স্মরণসভার মঞ্চে উপস্থিত ছিলেন বাম নেতৃবৃন্দের সাথে কংগ্রেসের নেতৃবৃন্দ । গুরুদাস দাসগুপ্ত কে স্মরণ করতে গিয়ে সিপিআই য়ের সাধারণ সম্পাদক ডি রাজা বলেন ,” ছাত্র রাজনীতি ,শ্রমিক আন্দোলন বা সংসদ সব ক্ষেত্রেই গুরুদাস বাবু ছিলেন অন্যতম নেতা ,অন্যদের কাছে অনুপ্রেরণা ,দুর্নীতির বিরুদ্ধে তিনি একা লড়তেন ।