খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতার শপিং মল গুলো গত দুই মাশ বন্ধ থাকার পরে আগামী ৮ জুন থেকে খুলতে চলেছে ।সরকারি নিয়ম বিধি মেনে শপিং মল গুলোকে জীবাণু মুক্ত করে খোলা হবে বলে জানালেন কর্তৃপক্ষ ।গত শুক্রবার থেকেই বিভিন্ন শপিং মলে শুরু হয়েছে জীবাণুমুক্তকরণের কাজ ।তবে শহরের বেশিরভাগ শপিং মলের তরফে জানানো হয়েছে আগামী বেশ কিছুদিন সামাজিক দূরত্ববিধি মানার জন্য অসুস্থ্য এবং শিশুদের উপর প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকবে এবং মাস্ক ছাড়া শপিং মলে ঢোকা যাবেনা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...