করোনার মধ্যে জমি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে। মালদায় ইংরেজবাজারে একটি আস্ত স্কুল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জমি মাফিয়ারা। এই ব্যাপার নজরে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা প্রশাসনকে অন্ধকারে রেখে একটি স্কুল বাড়িকে ভেঙে শেষ করে দেওয়া হয়েছে।১৯১৯ সালে প্রতিষ্ঠিত এই স্কুল দু কাঠা জমির ওপর ছিল। স্কুলের শিক্ষিকারা লিখিত অভিযোগ করায় প্রশাসন তদন্তে নেমেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...