শিলিগুড়িতে অবৈধ টোটো

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শিলিগুড়িতে অনেক অবৈধ টোটো লক ডাউনের  পর দেখা যাচ্ছে।এরা  রেজিস্ট্রেশন নম্বর  ছাড়া ঘুরে বেড়াচ্ছে এবং এর জন্য যানজট ও বাড়ছে। প্রতিটি টোটো স্ট্যান্ড থেকে টাকা তোলা হয় বলে অভিযোগ। অবৈধ টোটোর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে শুরু করেছিল এবং পুলিশ ও সঙ্গে অভিযান শুরু করে। আন্দোলন শুরু হওয়ায়  অভিযান বন্ধ হয়ে যায়। দার্জিলিং আর টি ও জানান প্রথমে টোটোর রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে তারপর সরকারের নির্দেশ অনুসারে কাজ হবে।