শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডে রাস্তার ওপর জঞ্জাল জমে আছে। ঠিক সময়ে পরিষ্কার করা হয় না। সাফাই কর্মীরা ঠিক মত আসেও না বাড়ি থেকে ময়লা সংগ্রহ করতে। দু তিন দিনের ময়লা বাড়িতে জমে যাচ্ছে। ভুক্তভোগী নাগরিকেরা জানান এ এক দুর্বিষহ অবস্থা। প্রতিদিন ময়লা না নেওয়ায় অনেকেই রাস্তায় ময়লা ফেলছেন।
রাজ্য
পাক হামলার যোগ্য জবাব দিলো ভারত
অপারেশন সিঁদুর শুরু করার পরে ভারতীয় সেনা বাহিনী দাপটের সাথে ধ্বংস লীলা চালিয়েছিল ,পাক জঙ্গি ও সেনা ঘাঁটি তে ।গত রাতে ভারতের ১৫ টি...