শিলিগুড়িতে যানজট

শিলিগুড়ি শহরের অন্যতম যানজটের জায়গা হল হাসপাতাল ও বিএসএনএল  অফিসের মধ্যের  রাস্তা। এই রাস্তা দিয়ে কয়েকহাজার গাড়ি, বাস,টোটো,অটো,বাইক  রোজ যাতায়াত করে। কিন্তু কেউ নিয়ম মানে না। পুলিশ না থাকায় আরো অসুবিধা। ফলে যানজটের সৃষ্টি হয়। রোগী নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স আটকে থাকে। মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে।  ট্রাফিক পুলিশের আধিকারিক জানান শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া  হবে।