কোচবিহারের মাথা ভাঙার জোরপাটকিতে বেলা ১০ টা নাগাদ বুথে গন্ডগোলের খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে । এলাকা টি মাথাভাঙ্গা তে হলেও জায়গায় টি শীতলকুচি বিধানসভা অধীনে । কেন্দ্রীয় বাহিনী পৌঁছাতে তাদের ঘিরে ফেলে ৪০০-৫০০ লোক এবং চালায় তুমুল বিক্ষোভ ।সেই সময় উপায়ন্তর না দেখে নিজেদের আত্মরক্ষা করতে গুলি চালাতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনী ,ঘটনা স্থলে মৃত্যু হয় চারজনের ।গুলি চালানোর পরে পরে ঘটনা স্থল ফাঁকা হয়ে যায় । উল্লেখ্য কয়েকদিন আগেই কোচবিহারের জনসভা এসে জনতা কে কেন্দ্রীয় বাহিনী কে ঘিরে ফেলার জন্য বলেছিলো তৃণমূল সুপ্রিমো ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...