খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:একদিকে বরুন চক্রবর্তী অন্যদিকে কামিন্স দুজনের দাপটে হায়দরাবাদ ২০ ওভারে ১৪২ রান করে। বরুন ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন এবং কামিন্স ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট পান। ব্যাটিং এ এরপর নেতৃত্ব দেন শুভমান গিল। তিনি করেন ৬২ বলে অপরাজিত ৭০ রান। তার সঙ্গে মর্গ্যান যোগ্য সহযোগিতা করেন। ফলে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় কে কে আর। শাহরুখ দলকে অভিনন্দন জানিয়েছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...