রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আলাপন বন্যোপাধ্যায় কে নিয়ে করা তিনটি টুইট রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা এনে দিলো প্রথম টুইটে তিনি বলেছেন পশ্চিমবঙ্গে অলীক কু নাট্য রঙ্গ চলছে ,অনুশাসন হীন মুখ্যসচিব কে রক্ষাকরতে দেশে যুক্ত রাষ্ট্রীয় কাঠামো ভাঙতে উদ্যোগী হয়েছেন বিধায়ক নন এমন মুখ্যমন্ত্রী । দ্বিতীয় টুইটে তিনি বলেন :অবসর প্রাপ্ত্য মুখ্যসচিবকি এমন গোপন কথা জানেন যাকে বাঁচাতে মরিয়া মুখ্যমন্ত্রী ? তৃতীয় টুইট বলেন :তৃণমূল পশ্চিমবঙ্গে কর দাতাদের পঁয়সা লুট করছেন ২.৫ লক্ষ্য টাকা মাসিক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে উপদেষ্টা পোষার মানে কি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...